ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি ~ All Pdf book

News

ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি

Document


১.বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The Peoples Republic of Bangladesh)।

২. বাংলাদেশের অবস্থান কী?

উত্তর : ২০°৩৪ থেকে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ।

৩. বাংলাদেশের সীমা কী?

উত্তর : বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য; পূর্বে আসাম, মায়ানমার ও ত্রিপুরা রাজ্য; পশ্চিমে পশ্চিমবঙ্গ ও বিহার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

৪. বাংলাদেশের আয়তন কত?

উত্তর : ১,৪৭,৫৭০ বর্গ কি. মি. ।

৫. বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য কত?

উত্তর : ৫,১৩৮ কি.মি. বা ৩,১৯২ মাইল ।

৬. কয়টি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?

উত্তর : ২টি (ভারত ও মায়ানমার)।

৭. বাংলাদেশের মোট স্থল সীমান্তের পরিমাণ কত

উত্তর : ৪,৪২৭ কি. মি. বা ২,৭৫০ মাইল ।

৮. ভারতের সাথে বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য কত?

উত্তর : ৪,১৫৬ কি. মি. ।

৯. পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত কত?

উত্তর : ২,২৬২ কি. মি. বা ১,৪০৫ মাইল ।

১০. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

উত্তর : ৩২টি।

১১. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কয়টি ও কী কী?

উত্তর : ১০টি। জেলাগুলো হল— ১. নদীয়া, ২. মুর্শিদাবাদ, ৩. বীরভূম, ৪. চব্বিশ পরগনা, ৫. মালদহ, ৬. কুচবিহার, ৭. জলপাইগুড়ি, ৮. কৃষ্ণনগর, ৯. বারাসাত ও ১০. বাহারামপুর ।

১২. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

উত্তর : ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কি. মি.)।

১৩. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?

উত্তর : ১২ নটিক্যাল মাইল ।

১৪ . বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?

উত্তর : ৭১১ কিলোমিটার।

১৫. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

উত্তর : ১৫৫ কি.মি.

১৬. বাংলাদেশের ভূপ্রকৃতি কীরূপ?

উত্তর : উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের সামান্য পাহাড়িয়া অঞ্চল এবং উত্তর ও উত্তর-পশ্চিমাংশের সীমিত উচ্চভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ এক সমভূমি।

১৭. ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৩টি।

১৮. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি?

উত্তর : গারো পাহাড়।

১৯. কুলাউড়া পাহাড় কোন জেলায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার জেলায়।

২০. চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত?

উত্তর : সীতাকুণ্ডে ।

২১. আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত?

উত্তর : খাগড়াছড়ি।

২২. কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে?

উত্তর : কুলাউড়া পাহাড়ে।

২৩. প্রাচীনকালে কোন এলাকাকে সমতট অঞ্চল বলা হতো?

উত্তর : নোয়াখালি ও কুমিল্লাকে ।

২৪. বাংলাদেশের পাহাড়সমূহ কখন গঠিত হয়?

উত্তর : টারশিয়ারি যুগে।

২৫. নিঝুম দ্বীপের আয়তন কত?

উত্তর : ৩৫ বর্গমাইল বা ৯০.৬৫ বর্গকিলোমিটার।

২৬. বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?

উত্তর : সেন্টমার্টিন।

২৭. বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ অঞ্চল কোনটি? ।

উত্তর : সুন্দরবন

২৮. দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশের কোন থানা ও জেলার অন্তর্গত?

উত্তর : পাটগ্রাম থানা ও লালমনিরহাট জেলা ।

২৯. ‘তিনবিঘা করিডোর'-এর মাপ কী?

উত্তর : ১৭৮ মিটার x ৮৫ মিটার।

৩০. ভারত কবে তিনবিঘা করিডোর বাংলাদেশীদের যাতায়াতের জন্য খুলে দিয়েছে?

উত্তর : ২৬ জুন, ১৯৯২।

৩১. বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কী ছিল?

উত্তর : বঙ্গখাত বা Bango Basin.

৩২. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণের থানা কোনটি?

উত্তর : শ্যামনগর (সাতক্ষীরা)

৩৩. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

উত্তর : তাজিংডং (বিজয়)।

৩৪. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

উত্তর : কেওক্রাডাং ।

৩৫. কেওক্রাডাং-এর উচ্চতা কত?

উত্তর : ২,৯২৮ ফুট ।

৩৬. তাজিংডং-এর উচ্চতা কত?

উত্তর : ৩,১৮৫ ফুট।

৩৭. বাংলাদেশের উপর দিয়ে যে রেখা অতিক্রম করেছে তার নাম কী?

উত্তর : কর্কটক্রান্তি রেখা।

৩৮. পীট কয়লা পাওয়া যায় কোথায়?

উত্তর : ফরিদপুরে।

৩৯. চিম্বুক পর্বত কোন জেলায় অবস্থিত?

উত্তর : বান্দরবান জেলায় ।

৪০. বাংলাদেশে সাধারণত কখন কখন ঝড় হয়?

উত্তর : (ক) এপ্রিল-মে এবং (খ) অক্টোবর-নভেম্বরের প্রথম দিকে।

৪১. বাংলাদেশের পাহাড়সমূহ কী দিয়ে গঠিত?

উত্তর : বেলে পাথর, শিলাপাথর ও কর্দম

৪২. বাংলাদেশের পাহাড়সমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর : দুভাগে। যথা— দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

৪৩. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত?

উত্তর : ৬১০ মিটার।

৪৪. বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত

উত্তর : ৩০-৯০ মিটার।

৪৫. বাংলাদেশের সর্বউত্তরের উপজেলার নাম কী?

উত্তর : তেতুলিয়া (পঞ্চগড়)।

৪৬. বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কী?

উত্তর : টেকনাফ (কক্সবাজার)।

৪৭. বাংলাদেশের সর্বপূর্বের উপজেলার নাম কী?

উত্তর : থানচি (পার্বত্য বান্দরবান)।

৪৮. বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কী?

উত্তর : শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

৪৯. বাংলাদেশের সর্বউত্তরের স্থানের নাম কী?

উত্তর : বাংলাবান্ধা (পঞ্চগড়)।

৫০. বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কী?

উত্তর : ছেড়াদ্বীপ ।

Previous
Next Post »

recent post

তারাশষ্কর রচনাবলী ( ১-২৫ খণ্ড) - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

  Tag: তারাশষ্কর রচনাবলী ( ১-২৫ খণ্ড), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,রচনাবলী,Tarasankar Rachanabali,তারাশঙ্কর-রচনাবলী,তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায...