১. স্পীকারের দায়িত্ব পালনকালেই কে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
উত্তর : আব্দুর রহমান বিশ্বাস ।
২. বাংলাদেশের জাতীয় সংসদে দু'জন বিদেশি রাষ্ট্র প্রধান ভাষণ দেন তারা কে কে?
উত্তর : মার্শাল টিটো (যুগোশ্লোভিয়া) প্রথমবার এবং ভিভি গিরি (ভারত) দ্বিতীয়বার ।
৩. বাংলাদেশের জাতীয় সংসদ কী?
উত্তর : বাংলাদেশের সংবিধানে এক কক্ষবিশিষ্ট একটি আইন পরিষদ ব্যবস্থা করা হয়েছে যা জাতীয় সংসদ নামে পরিচিত।
৪. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
উত্তর : ৫ বছর।
৫. জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত?
উত্তর : শেরে বাংলা নগর (ঢাকা)
৬. জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?
উত্তর : ২১৫ একর ।
৭. প্রথম জাতীয় সংসদে কতগুলো আইন প্রণীত হয়?
উত্তর : ১৫৪টি।
৮. নির্বাচন কমিশনারের স্থায়িত্বকাল?
উত্তর : পাঁচ বছর।
৯. বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়—
উত্তর : ১৬-৫-১৯৮৫ এবং ২০-৫-১৯৮৫ ।
১০. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের স্থপতি অধ্যাপক লুই আই কান ।
১১. জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
উত্তর : House of the Nation.
১২. সংসদের সংরক্ষিত মহিলা আসন কতটি?
উত্তর : ৫০টি ।
১৩. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে ?
উত্তর : রাষ্ট্রপতি ।
১৪. বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে?
এডভোকেট আবদুল হামিদ।
১৫. কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উঃ যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
১৬. এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ ১৯৩৭ সালে।
১৭. বাংলাদেশের আইনসভার নাম কি?
জাতীয় সংসদ।
১৮. জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?
১৯৬২ সালে।
১৯. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ লুই আই কান।
২০. লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ যুক্তরাষ্ট্রের নাগরিক।
২১. জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উঃ হ্যারি পাম ব্লুম।
২২. জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে?
১৯৬৫ সালে।
২৩. জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
২৮ জানুয়ারী, ১৯৮২।
২৪. বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উঃ ৩৫০ টি।
২৫. বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি?
উঃ ৩০০ টি।
২৬. সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি?
উঃ ৫০ টি।
২৭. বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ পঞ্চগড়-১।
২৮. বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
উঃ বান্দরবান।
২৯. জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ স্পিকারের ভোটকে।
৩০. সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠক মধ্যে ব্যবধান কতদিন?
উঃ ৬০ দিন।
৩১. সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে?
উঃ ৩০ দিন।
৩২. সংসদ অধিবেশন আহবান,ভঙ্গ ও স্থগিত করতে পারেন কে?
উঃ রাষ্ট্রপতি।
৩৩. সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?
উঃ ৬০ জন।
৩৪. সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উঃ দুই-তৃতীয়াংশ।
৩৫. একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উঃ ৯০ কার্যদিবস।
৩৬. গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ শাহ আব্দুল হামিদ।
৩৭. গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
৩৮. এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উঃ ১৯৩৭ সালে।
জাতীয় সংসদ
জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন
ConversionConversion EmoticonEmoticon