বাংলাদেশের উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর) ~ All Pdf book

News

বাংলাদেশের উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর)

Document


★★★ বাংলাদেশে কোন বিভাগে উপজাতি নেই?
উত্তর : খুলনা বিভাগে।
★★★ চাকমা উপজাতিরা প্রধানত কোথায় বাস করে?
উত্তর : রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ।
★★★গারো উপজাতিরা কোথায় বাস করে?
উত্তর : ময়মনসিংহে।
★★★বাংলাদেশে কোন উপজাতি সবচেয়ে বেশি বাস করে?
উত্তর : চাকমা ।
★★★কোন উপজাতিরা ইসলাম ধর্মের অনুসারী?
উত্তর : পাঙন।
★★★উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র 'বিরিসিরি' কোথায় অবস্থিত?
উত্তর : নেত্রকোনা জেলায়।
★★★মুরংদের দেবতা কে?
উত্তর : বো।
★★★ খুমী উপজাতিরা কোথায় বাস করে?
উত্তর : বান্দরবানে।
★★★ চাকমাদের ধর্ম কী?
উত্তর : বৌদ্ধ।
★★★ বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা কত?
উত্তর : ১৫,৮৬,১৪১ [পঞ্চম আদমশুমারি ২০১১]
★★★কোন উপজাতি পিতৃতান্ত্রিক?
উত্তর : মারমা উপজাতি ।
★★★ কোন উপজাতিরা পুরুষের চেয়ে বেশি বয়স্ক মেয়েদের বিয়ে করে?
উত্তর : তনচংগা ।
★★★বৃটিশ বণিকদের বিরুদ্ধে কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন?
উত্তর : জুম্মাখান।
★★★ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম কী?
উত্তর : বিজু
★★★ওঁরাওদের কোথায় বেশি দেখা যায়?
উত্তর : বগুড়া ও রংপুর জেলায়।
★★★বাংলাদেশে মোট কতটি উপজাতি বসবাস করে?
উত্তর : ৪৫টি। [সূত্র : বাংলাদেশ আদিবাসী ফোরাম]

শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মানবেন্দ্র নারায়ণ লারমা।
★★★ মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি?
উত্তর : ১.১০ [পঞ্চম আদমশুমারি ২০১১]
★★★রাজবংশীরা কোথায় বাস করে?
উত্তর : রংপুরে ।
★★★ খাসিয়া উপজাতিরা কোথায় বাস করে?
উত্তর : সিলেট।
★★★ উপজাতিদের মধ্যে শিক্ষিতের হার কত?
উত্তর : ৭% ।
★★★পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের জাতীয় উৎসবের নাম কী?
উত্তর : বৈসাবি ।
★★★ পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী গঠিত হয় কবে?
উত্তর : ৭ জানুয়ারি, ১৯৭৩।
★★★ শান্তি বাহিনী (জনসংহতি সমিতি)-র সাথে বাংলাদেশ সেনাবাহিনীর আলোচনা শুরু হয় কবে?
উত্তর : ৫ মার্চ ১৯৯৮।
★★★ শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে কবে বিলুপ্ত হয়
উত্তর : ৫ মার্চ ১৯৯৮।
★★★পার্বত্য চট্টগ্রামে কোন কোন উপজাতি বাস করে?
উত্তর : চাকমা, টিপরা, কুকি, লুসাই প্রভৃতি ।
★★★নেত্রকোণায় কোন কোন উপজাতি বাস করে?
উত্তর : গারো, হাজং, হদি ও দালুই।
★★★ সাঁওতালরা কোন দেবতাকে শ্রদ্ধা করে?
উত্তর : সূর্য, মুরো ও মারাং ।
★★★ হাজংরা বাস করে কোন জেলায়?
উত্তর : ময়মনসিংহে ও নেত্রকোনায়।
★★★ মুরংরা বাস করে কোন জেলায়
উত্তর : বান্দরবান জেলায় ।
★★★চাকমাদের ধর্ম কী?
উত্তর : বৌদ্ধ ।
★★★ চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কী বলে?
উত্তর : বিজু
★★★ চাকমা উপজাতিরা প্রধানত কোথায় বাস করে?
উত্তর : রাঙামাটি ও খাগড়াছড়িতে।
★★★ কক্সবাজারে কোন উপজাতি বাস করে?
উত্তর : মারমা।
★★★ খাগড়াছড়িতে কোন কোন উপজাতি বাস করে?
উত্তর : চাকমা 'ও টিপরা।
★★★ কোন উপজাতিদের ভাষা 'কুরুখ' নামে পরিচিত?
উত্তর : ওঁরাও।
★★★সাঁওতালরা কোথায় বাস করে?
উত্তর : রাজশাহী ও দিনাজপুর জেলায়।
★★★ সাঁওতালদের প্রধান খাদ্য কী কী ?
উত্তর : ভাত, মাছ, কাঁকড়া, শূকর, মোরগ, ইঁদুর, কাঠবিড়ালি, গোসাপ, পাখি, লাল পিঁপড়া প্রভৃতি ।
★★★ রাখাইন উপজাতিরা কোন কোন জেলায় বাস করে?
উত্তর : পটুয়াখালী, কক্সবাজার ও বরগুনা জেলায় ।
★★★ রাখাইন সন ১৩৫৮ শুরু হয় কত খ্রিষ্টাব্দ থেকে?
উত্তর : ১৪ এপ্রিল ১৯৯৬ থেকে।
★★★ হদিরা কোন জেলায় বাস করে?
উত্তর : নেত্রকোনা জেলায়।
★★★ কুকিদের কোথায় দেখা যায়?
উত্তর : সাজেক ভ্যালি (রাঙামাটি)।
★★★ টিপরারা কোথায় বাস করে?
উত্তর : রাঙামাটি ও রামগড়ে।
★★★ পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের সদস্যদের মধ্যে উপজাতীয়দের হার কত?
উত্তর : দু-তৃতীয়াংশ ।
★★★পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের গঠন পদ্ধতি কী রূপ?
উত্তর : চেয়ারম্যান ১ জন, সদস্য উপাজাতীয় পুরুষ ১২ জন, মহিলা ২জন, সদস্য অ-উপজাতীয় পুরুষ ৬ জন, সদস্য অ- উপজাতীয় মহিলা ১জন।
★★★পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রথম চেয়ারম্যান কে?
উত্তর : জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা (সন্তু লারমা। )
★★★ মারমারা বাস করে কোন জেলায়?
উত্তর : বান্দরবান,কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায়?
★★★ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে মহিলাদের কয়টি আসন সংরক্ষিত রয়েছে?
উত্তর : ৩টি (এর মধ্যে একটি অ-উপজাতীয়।)
★★★ সাঁওতালরা বাস করে কোন কোন জেলায়?
উত্তর : রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর ও সিলেট জেলায় ।
★★★ বাংলাদেশে বসবাসরত প্রধান প্রধান উপজাতিগুলোর নাম কী?
উত্তর : চাকমা, মারমা, টিপরা, বনযোগী, সাঁওতাল, তঞৈঙ্গা, মুরং, উচি, লুসাই, পাংকুয়া, চক, খিয়াং, খুমী, মণিপুরী, রাজবংশী, হাজং, খাসিয়া, কুকী, পাঙ্খা ও গারো ।
★★★বগুড়ায় কোন কোন উপজাতি বাস করে?
উত্তর : সাঁওতাল ও ওঁরাও।
★★★ সিলেটে কোন কোন উপজাতি বাস করে?
উত্তর : মণিপুরী ও খাসিয়া ।
★★★ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মেয়াদ কত?
উত্তর : ৫ বছর।
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ , সিলেট ও রাজশাহী অঞ্চলে বসবাস করে । বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা। এছাড়া রয়েছে গারো, মারমা, ম্রো, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল, মনিপুরী ইত্যাদি। এছাড়া বাংলাদেশে কিছু কিছু আদিবাসী জনগোষ্ঠীরও বসবাস রয়েছে।

বাংলাদেশের উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর)বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ , সিলেট ও রাজশাহী অঞ্চলে বসবাস করে । বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা। এছাড়া রয়েছে গারো, মারমা, ম্রো, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল, মনিপুরী ইত্যাদি। এছাড়া বাংলাদেশে কিছু কিছু আদিবাসী জনগোষ্ঠীরও বসবাস রয়েছে।
বাংলাদেশের উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর)

Previous
Next Post »

recent post

তারাশষ্কর রচনাবলী ( ১-২৫ খণ্ড) - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

  Tag: তারাশষ্কর রচনাবলী ( ১-২৫ খণ্ড), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,রচনাবলী,Tarasankar Rachanabali,তারাশঙ্কর-রচনাবলী,তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায...