★★★ Road Accidents (সড়ক দুর্ঘটনা) Or, A Street Accident (একটি রাজপথে দুর্ঘটনা)
Ans:- It is known to us that road accident has become a major problem in Bangladesh. It is an unexpected and unpleasant event casually caused by different vehicles while moving
on the road recklessly. Now it is national problem. Everyday road accidents occur anywhere in Bangladesh. It takes away the hopes of family that is never expectable. There are many causes of road accidents. Reckless driving is the main cause
of street accidents. The drivers often try to overtake disregarding traffic rules and regulations. Overloading in vehicles is another cause of road accidents. Sometimes the carelessness of the traffic police also causes serious road accidents.
The carelessness of the pedestrians is also responsible for street accidents. Pedestrians have received for less attention while they across the road. Up to 61 percent of urban road accident deaths Bangladesh are pedestrians alone. The effect
of road, accident is of great extent in our lives and asset Everyday a good number of people become the victims of road accidents. Sometimes our valuable things are lost or damaged in such accidents. Poor and common people are the-worst sufferers
of road accidents. The drivers and pedestrians should abide by the traffic rules for reducing the number of road accidents. The violators of traffic rules must be punished. The government can play a vital role in checking street accidents
by enforcing law and order strictly. If not, we shall face a severe crisis in course of time.
বঙ্গানুবাদ:- এটি আমাদের জানা যে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক সমস্যা হয়েছে। এটি একটি অপ্রত্যাশিত ও অপ্রিয় ঘটনা। বিভিন্ন যানবাহন রাস্তায় ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করার সময় ঘটে
থাকে। বর্তমানে এটি আমাদের একটি জাতীয় সমস্যা। প্রতিদিন রাস্তায় দুর্ঘটনা বাংলাদেশের যে কোথাও ঘটতে পারে। এটি এক পরিবারের আশা কেড়ে নেয় যা কখনো কাম্য নয়। সর দুর্ঘটনার অনেক কারণ রয়েছে। বেপরোয়া গাড়ি চালানো হলো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।
চালকগণ প্রায়ই পাশ কাটানোর চেষ্টা করে ট্রাফিক আইন-কানুন অমান্য করে। যানবাহনে অতিরিক্ত যাত্রী বোঝাই দুর্ঘটনার অন্য কারণ। মাঝে মাঝে ট্রাফিক পুলিশের অসচেতনতাও রাস্তায় গুরুতর দুর্ঘটনার কারণ। পথচারীদের অসচেনতাও সড়ক দুর্ঘটনার কারণ। পথচারীগণ
রাস্তা অতিক্রমকালে কম সতর্কতা অবলম্বন করে। শতকরা ৬১ ভাগ শহরের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর জন্য একমাত্র পথচারীগণ দায়ী। আমাদের জীবন ও সম্পদের ওপর রাস্তার দুর্ঘটনার বিরাট প্রভাব আছে। দৈনিক এক বিরাট সংখ্যক লোক সড়ক দুর্ঘটনায় শিকার হয়। মাঝে
মাঝে এরূপ দুর্ঘটনায় আমাদের মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়। গরিব ও সাধারণ লোকজন সড়ক দুর্ঘটনার জন্য অধিক ভুক্তভোগী। চালক ও পথচারীদের রাস্তার দুর্ঘটনার সংখ্যা কমাতে ট্রাফিক আইন মেনে চলা উচিত। ট্রাফিক আইন অমান্যকারীদের অবশ্যই শাস্তি দিতে হবে।
সরকার কঠোরভাবে আইন শৃঙ্খলা চালু করে সড়ক দুর্ঘটনা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তা না হলে, সময়ে ব্যবধানে আমাদের বিরাট সমস্যা মোকাবেলা করতে হবে।
বঙ্গানুবাদ:- এটি আমাদের জানা যে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক সমস্যা হয়েছে। এটি একটি অপ্রত্যাশিত ও অপ্রিয় ঘটনা। বিভিন্ন যানবাহন রাস্তায় ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করার সময় ঘটে থাকে। বর্তমানে এটি আমাদের একটি জাতীয় সমস্যা। প্রতিদিন রাস্তায় দুর্ঘটনা বাংলাদেশের যে কোথাও ঘটতে পারে। এটি এক পরিবারের আশা কেড়ে নেয় যা কখনো কাম্য নয়। সর দুর্ঘটনার অনেক কারণ রয়েছে। বেপরোয়া গাড়ি চালানো হলো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। চালকগণ প্রায়ই পাশ কাটানোর চেষ্টা করে ট্রাফিক আইন-কানুন অমান্য করে। যানবাহনে অতিরিক্ত যাত্রী বোঝাই দুর্ঘটনার অন্য কারণ। মাঝে মাঝে ট্রাফিক পুলিশের অসচেতনতাও রাস্তায় গুরুতর দুর্ঘটনার কারণ। পথচারীদের অসচেনতাও সড়ক দুর্ঘটনার কারণ। পথচারীগণ রাস্তা অতিক্রমকালে কম সতর্কতা অবলম্বন করে। শতকরা ৬১ ভাগ শহরের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর জন্য একমাত্র পথচারীগণ দায়ী। আমাদের জীবন ও সম্পদের ওপর রাস্তার দুর্ঘটনার বিরাট প্রভাব আছে। দৈনিক এক বিরাট সংখ্যক লোক সড়ক দুর্ঘটনায় শিকার হয়। মাঝে মাঝে এরূপ দুর্ঘটনায় আমাদের মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়। গরিব ও সাধারণ লোকজন সড়ক দুর্ঘটনার জন্য অধিক ভুক্তভোগী। চালক ও পথচারীদের রাস্তার দুর্ঘটনার সংখ্যা কমাতে ট্রাফিক আইন মেনে চলা উচিত। ট্রাফিক আইন অমান্যকারীদের অবশ্যই শাস্তি দিতে হবে। সরকার কঠোরভাবে আইন শৃঙ্খলা চালু করে সড়ক দুর্ঘটনা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তা না হলে, সময়ে ব্যবধানে আমাদের বিরাট সমস্যা মোকাবেলা করতে হবে।
ConversionConversion EmoticonEmoticon